Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

আজ নন্দীগ্রাম মামলার শুনানি বিচারপতি শম্পা সরকারের এজলাসে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সোমবার এজলাস বদল হয়েছে। এরপর আজ দুপুর ২:৩০টা নাগাদ নন্দীগ্রাম মামলার শুনানি হবে। বিচারপতি শম্পা সরকারের এজলাসে হবে এই মামলার সওয়াল‌ জবাব। এর আগে শুনানি কৌশিক চন্দের এজলাসে এই মামলার শুনানির বিরুদ্ধে সুর চড়িয়েছিল‌ তৃণমূল। ওই বিচারপতি বিজেপি ঘনিষ্ঠ বলে দাবি করেছিল ঘাসফুল শিবির। এরপর নিজেই সরে দাঁড়ান বিচারপতি। এরই সঙ্গে বিচারব্যবস্থাকে কলুষিত করার অভিযোগে মমতা ব্যানার্জিকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন কৌশিক চন্দ।

ভোটের ফলের দিনই প্রথমে ১২০০ ভোটে জিতেছেন মমতা ব্যানার্জি, এমন খবর আসছিল। কিন্তু পর মুহূর্তেই দেখা যায় শুভেন্দু ১৯৫৬ ভোটে মমতাকে পরাস্থ করেছেন। এরপর থেকেই কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা। অভিযোগ ছিল, গণনায় কারচুপি হয়েছে। এরপর মামলা দায়েরের পর এজলাস বদল নিয়ে দীর্ঘ টালবহানা চলে‌। এবার অবশেষে হতে চলেছে এই মামলার শুনানি। কী রায় দেয় আদালত, তার দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল।

Leave a Reply

error: Content is protected !!