দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ঘূর্ণিঝড় ইয়াসের জেরে বুধবার ও বৃহস্পতিবার আদালতে নারদ মামলার শুনানি বন্ধের কথা ছিল। দুর্যোগের কথা মাথায় রেখে বুধবার কলকাতা হাইকোর্ট বন্ধ থাকলেও বুধবার রাতে জানান হয় যে কলকাতা হাই কোর্টের ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চে বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে।
আজ সকাল ১১টায় এই মামলায় হেভিওয়েটদের ভাগ্য নির্ধারণ হবে। আদালতের তরফে বিজ্ঞপ্তি করে জানানো হয়েছে, বৃহস্পতিবার বেলা ১১ নাগাদ বৃহত্তর বেঞ্চে হতে চলেছে নারদ মামলার শুনানি। মঙ্গলবার আদালতের তরফে জানানো হয়েছিল যে, ঘূর্ণিঝড়ের কারণে মামলার শুনানি সম্ভব নয়। তবে এবার ঘূর্ণিঝড়ের তেমন কোনও প্রভাব পড়েনি কলকাতায়। তাই আগের নির্দেশ বদল করল কলকাতা হাইকোর্ট।
নারদ-কাণ্ডে ১৭ মে মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। হাই কোর্টের ভিডিশন বেঞ্চ ধৃতদের জেলবন্দির পরিবর্তে গৃহবন্দির নির্দেশ দেয়। এরপর মামলা যায় বৃহত্তর বেঞ্চে।