Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

যাঁরা এনডিএ-র বিরোধিতা করছেন তাঁরা দেশবিরোধী, ভাগলপুরের জনসভায় মন্তব্য মোদীর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কদিন পরেই বিহারের নির্বাচন। জোর কদমে চলছে নির্বাচনী প্রচার। শুক্রবার বিহারে তিনটি জনসভায় বক্তব্য রাখেন মোদী। ভাগলপুরে শেষ জনসভায় ভাষণ রাখার আগে বিরোধীদের একাধিক তোপ দেগেছিলেন মোদী। তবে শেষ ওভারে মারকুটে ব্যাটিংয়ের মতোই যেন ভাগলপুরেও বিজেপিতের একের পর এক তোপ দাগেন মোদী। পাশাপাশি বলেন, ‘যাঁরা এখন এনডিএ-র বিরোধিতা করছেন তাঁরা দেশ বিরোধী। তাঁরা দেশের উন্নয় চান না। দেশের হিতে কাজ হোক, তা চান না। এরা ফের বিহারকে ১৫ বছরের পুরোনো জঙ্গলরাজে ফিরিয়ে নিয়ে যেতে চান।’

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার ইস্যুতে এদিন মোদী বলেন, ‘প্রত্যেকে চেয়েছিল ৩৭০ ধারা প্রত্যাহার হোক। কিন্তু এঁরা বলছেন ক্ষমতায় এলে এই কাশ্মীরে বিশেষ মর্যাদা ফিরিয়ে আনবেন। এই মন্তব্য করার পর তাঁরা ভোট চাওয়ার সাহস করেন কীভাবে? এটা কি বিহারের জন্য অপমান নয়? যে রাজ্য সীমান্তে ছেলে-মেয়েদের দেশের নিরাপত্তার দায়িত্বে পাঠায়, সেই রাজ্যের জন্য এটা অপমান নয়?’

উল্লেখ্য, এদিন মোদীর তিনটি জনসভার আবহেই বিহারে দুটি জনসভা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবং এই দুই নেতাই প্রচারের মঞ্চ থেকে একে অপরের দলের দিকে তোপ দাগেন একাধিক ইস্যুতে।

 

 

Leave a Reply

error: Content is protected !!