Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কাল মিথ্যা দিয়েই ভাষণ শুরু করেছিলেন মোদী! দেশে পিপিই কিট তৈরি না হওয়ার দাবি মিথ্যা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গতকাল রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন মিথ্যা কথা দিয়েই প্রধানমন্ত্রীর ভাষণ শুরু হয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, ‛যখন করোনা সংকট শুরু হল, তখন ভারতে একটিও পিপিই কিট তৈরি হত না, এন ৯৫ মাস্কের উৎপাদন ছিল খুব কম। আজ ভারতেই প্রত্যেকদিন ২ লক্ষ পিপিই ও ২ লক্ষ মাস্ক তৈরি হয়।’

তথ্য বলছে, গত ২৫ ফেব্রুয়ারি ফরেন ট্রেডের ডিরেক্টরেট জেনারেল (ডিজিএফটি)-এর পক্ষ থেকে পিপিই কিট সহ এন-৯৫ মাস্কের রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। একই সময়ে সার্জিকাল ও নিষ্পত্তিযোগ্য মাস্কও রফতানি করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়। যদি ভারতে পিপিই কিট তৈরিই না হত, তাহলে তার রফতানি নিষিদ্ধ হয় কীভাবে?

Leave a Reply

error: Content is protected !!