Thursday, November 21, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

মুখ পুড়ল বিজেপির, ৭২ ঘণ্টার মধ্যে পেট্রোল পাম্প থেকে মোদীর ছবি সরানোর নির্দেশ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সমস্ত পেট্রোল পাম্প থেকে প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে দেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। ৭২ ঘণ্টার মধ্যে এই কাজ শেষ করতে হবে বলেও জানিয়েছে কমিশন। নির্বাচন ঘোষণার পরেও বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্পের বিজ্ঞাপনে মোদীর ছবি দেখা যাচ্ছে কেন, কোভিড ভ্যাকসিনের শংসাপত্রতেও প্রধানমন্ত্রীর ছবি দেওয়া হচ্ছে, এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ করেছিল তৃণমূল কংগ্রেস। সেই অভিযোগের জেরেই এই নির্দেশ জারি করেছে কমিশন।

 

নির্বাচন কমিশনের মতে পেট্রোল পাম্পে বিভিন্ন প্রকল্পের বিজ্ঞাপনে মোদীর ছবি আদর্শ আচরণ বিধিকে ভঙ্গ করে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হল। ৭২ ঘণ্টার মধ্যেই সমস্ত এরকম পোস্টার, হোর্ডিং খুলে ফেলতে হবে। তবে কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেটে মোদীর ছবি নিয়ে তৃণমূলের যে আপত্তি, সেই নিয়ে নির্বাচন কমিশনের অবস্থান এখনও জানা যায়নি। বুধবার ফিরহাদ হাকিমের নেতৃত্বে একটি তৃণমূল প্রতিনিধিদল দেখা করে নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে। অভিযোগ করা হয় যে আচরণবিধি চালু হওয়ার পরেও প্রধানমন্ত্রীর প্রচার করা হচ্ছে সরকারি টাকায়।

 

Leave a Reply

error: Content is protected !!