Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ফের জোর ধাক্কা খেল বিজেপি! মুম্বই ও নাসিকের উপনির্বাচনে হারল মোদীর দল

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শিবসেনার ছেড়ে যাওয়া মুম্বই ও নাসিকের উপনির্বাচনে হেরে গেল কেন্দ্রের শাসকদল। মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের ১৪১ বিভাগে জয়লাভ করেছে শিবসেনা৷ বিঠ্ঠেল লোকারে ৪৪২৭ ভোটে জয়ী হয়েছেন মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনে। তাঁর নিকটতম বিজেপি প্রার্থী দীনেশ পঞ্চল ৩০৪২টি ভোট পেয়েছেন৷ শিবসেনা প্রার্থী ১৩৮৫টি ভোটে জয়ী হয়েছেন৷

নাসিকের শিবসেনা প্রার্থী মধুকর যাদব ২৬ নম্বর ওয়ার্ড থেকে জয়লাভ করেছেন। এরফলে শিবসেনা এই আসনটি ধরে রেখেছে৷ দিলীপ দাতির পরাজিত হয়েছেন৷ শিবসেনার কাউন্সিলর নিজের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিধানসভা নির্বাচনে লড়ার জন্য৷ সেই কারণেই এই ওয়ার্ডে উপনির্বাচন হয়েছিল৷ গতকাল এই আসনে ভোট হয়েছিল আজ ফলপ্রকাশ হয়েছে৷ শতকরা হিসাবে ভোটের হার অত্যন্ত কম ছিল বিজেপির।

 

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!