Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ন্যাক্কারজনক! বাড়ি ফিরতে দেরি হওয়ায় ফুটন্ত তেলে স্ত্রীর হাত ডোবাল স্বামী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের ওসমানাবাদের এক মহিলাকে ফুটন্ত তেলে হাত ডোবাতে বাধ্য করে তার স্বামী। এই ন্যাক্কারজনক ঘটনার ভিডিও করেছে স্বামী নিজেই। সূত্রে খবর, স্বামীর সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে যান মহিলাটি। ফিরে আসেন চারদিন পর। এরপর স্বামী পেশায় ড্রাইভ তাঁকে খোঁজেন। চারদিন পর স্ত্রী বাড়ি ফিরে জানায়, পারান্ডার খাচাপুরি চকে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন তিনি। এই সময় দুই ব্যক্তি তাঁকে তুলে নিয়ে গিয়ে বন্দি করে রাখেন। এসব কথায় মন গলেনি স্বামী। দুই পুরুষের সঙ্গে চারদিন থাকায় পবিত্রতার পরিক্ষা দিতে ওই মহিলাকে ফুটন্ত তেলে হাত ডোবাতে বাধ্য করে তার স্বামী।

স্বামীর ব্ক্তব্য, রীতি অনুযায়ী যদি কেউ মিথ্যা বলে তবে তাঁর হাত পুড়বে এবং তাকে তেল থেকে নির্গত আগুন খেয়ে নিতে হবে‌। ভিডিওটিতে মারাঠি ভাষায় স্বামী বলছে, আমার স্ত্রী বলছে, ওকে দুই জন্য বন্দি করে রেখেছিল, কিন্তু কেউ কিছু করেনি। আমি জানতে চাই ও সত্যি বলছে কিনা, তাই এটা করলাম।’ ভিডিওটি নেটপাড়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। মহারাষ্ট্রের গৃহমন্ত্রী অনিল দেশমুখকে কড়া পদক্ষেপ নিতে বলেছেন মহারাষ্ট্র বিধানসভার চেয়ারম্যান নীলম গোরে। নীলম বলেছেন, স্ত্রীকে ‘অগ্নিপরীক্ষা’ দেওয়ার ঘটনা প্রায়ই ঘটছে।

 

Leave a Reply

error: Content is protected !!