দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সন্দেশখালি যাওয়ার পথে গ্রেফতার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। জানা গিয়েছে সন্দেশখালি যাওয়ার পরিকল্পনা ছিল নওশাদের। আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টা নাগাদ সন্দেশখালির উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। যাওয়ার পথে কলকাতার সায়েন্স সিটির কাছে গ্রেফতার করা হয় তাঁকে।
পুলিশের দাবি, ১৪৪ ধারা লঙ্ঘন করার অভিযোগে নওশাদকে গ্রেফতার করা হয়েছে। নওশাদের পাল্টা দাবি, তিনি কোথাও জোর করে প্রবেশের চেষ্টা করেননি। এমনকি পুলিশের ব্যারিকেডও ভাঙেননি তিনি। তা হলে কী কারণে তাঁকে গ্রেফতার করা হল, সেই প্রশ্নই পুলিশকে করেছিলেন নওশাদ।