Thursday, March 13, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

এনবিটিভির সাংবাদিককে হুমকি! কাঠগড়ায় বিধায়কের অনুগামীরা, নিন্দার ঝড় রাজনৈতিক মহলে

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, ভাঙড়: যুগে যুগে সত্যবাদীদের থামিয়ে দিতে অনেক বাঁধা এসেছে। সত্য পথে চলার জন্য অনেকেই নিজের জীবনের সবকিছু খুইয়েছেন। অনেকে আবার বছরের পর বছর জেলে থেকেছেন। অনেককে আবার নিজের প্রাণ পর্যন্ত দিতে হয়েছে। বর্তমানেও তা অব্যাহত। শাসকের বিরুদ্ধে কিছু বললেই তাকে হুমকি, শাসানি, প্রাণে মারার হুমকি। সম্প্রতি এনবিটিভিতে প্রকাশিত একটি খবরের জন্য এনবিটিভির সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ। এনবিটিভির চিফ এডিটর সাকিরুল ইসলামের ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মূলক পোস্ট করা হয়। এমনকি অচেনা নম্বর থেকে এডিটরকে ফোন করে উত্যক্ত করা হয়। যে সাংবাদিক খবরটি করেছিলেন, তাঁর বাড়িতে গিয়েও হুমকি দিয়ে আসে কয়েকজন। জানা গিয়েছে, এরা প্রত্যেকেই ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার অনুগামী। যারা কিছুদিন আগেই আব্বাস সিদ্দিকীর উপর আক্রমণ করে। সেই ঘটনার তীব্র নিন্দা করেন বুদ্ধিজীবীরা।

এই বিষয়ে সংখ্যালঘু নেতা মাওলানা কামরুজ্জামান বলেন, এনবিটিভির পরিচালক ও সাংবাদিককে যেভাবে টেলিফোনে মানসিক হেনস্থা করা হচ্ছে এটা জেনে আমি ব্যথিত। এই ধরনের ঘটনা নিন্দনীয়। ভারতীয় সংবিধানে সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। একই সঙ্গে একবিংশ শতাব্দী সোশ্যাল মিডিয়া আন্তর্জাতিক স্তরে স্বীকৃত সংবাদমাধ্যম। তাকে হেনস্থা করে আঞ্চলিক নানা অপরাধকে ঢাকা দেওয়ার প্রচেষ্টা দুর্ভাগ্যজনক। এই ধরনের অপচেষ্টা যারা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী বলেন, “সাংবাদিকদের উপর অত্যাচার অত্যন্ত নিন্দনীয়। সাংবাদিকদের গণতান্ত্রিক অধিকার রয়েছে সত্যকে তুলে ধরা। তিনি আরও বলেন, আমার মনে হয় এদের পিছনে সরাসরি মুখ্যমন্ত্রীর মদত রয়েছে।

আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, সাংবাদিকদের উপর আক্রমণের যে চেষ্টা হচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয়। আমরা গণতান্ত্রিক সমাজ আপনাদের পাশে আছি। সিপিআইএমের পলিটব্যুরো সদস্য মহাম্মদ সেলিম বলেন, “সাংবাদিকের কাজ হচ্ছে যা ঘটছে তা তুলে ধরা। এনবিটিভিও তাই করছে। অন্যায় কাজ প্রকাশ করলেই দোষ! এটা মানুষ মেনে নেবে না।

বিখ্যাত লেখক মানিক ফকির বলেন, শওকত মোল্লা সংবাদমাধ্যমের ওপর যে আক্রমণ করতে নেমেছে, তা নিন্দনীয়। ও যদি ঠিক না হয়, তাহলে খুব বিপদে পড়ে যাবে! ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টির সভাপতি ইমতিয়াজ আহমেদ মোল্লা বলেন, সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

 

Leave a Reply

error: Content is protected !!