দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের ওয়াই বি চবন সেন্টারে এনসিপির পরিষদীয় দলের বৈঠক ডেকে দলের ৫৪ জন বিধায়কের মধ্যে ৪৮ জনকেই হাজির করিয়ে ফেললেন মারাঠা স্ট্রংম্যান শরদ পাওয়ার। শরদ পাওয়ার যখন এভাবেই ঘর আগলানোর চেষ্টা করেছেন তখন ঝুঁকি নেয়নি কংগ্রেসও।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
বিজেপি যে শিবসেনা ও কংগ্রেসের বিধায়ক ভাঙানোর খেলায় নামতে পারে, তা বিবেচনা করেই দলের ৪৪ জন বিধায়ককে ভোপালে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। সেখানে কমলনাথের নেতৃত্বে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। একই ভাবে শিবসেনার ৫৬ জন বিধায়ককে পাঠিয়ে দেওয়া হয়েছে রাজস্থানে। সেখানেও কংগ্রেসই ক্ষমতায়।
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, শিবসেনা বিধায়কদের কোনও আশঙ্কা নেই। ওঁদের আগলে রাখা হবে। এনসিপি বিধায়কদেরও একই ভাবে অন্য রাজ্যে পাঠানো হবে বলেই মনে করা হচ্ছে। মূল লক্ষ্য হল, ৩০ নভেম্বর বিধানসভায় আস্থা ভোটে বিজেপি সরকারকে পর্যুদস্ত করা।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন