দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : যে ৫০-৫০ প্রস্তাব নিয়ে মহারাষ্ট্রে শিবসেনা-বিজেপি জোটের সরকার গঠন নিয়ে চরম অচলাবস্থা তৈরি হয়েছে। সরকার গড়তে শিবসেনাকে সেই ৫০-৫০ প্রস্তাবই দিয়েছে এনসিপি। অর্থাৎ শিবসেনার মনের মতোই প্রস্তাব দিয়েছে এনসিপি। এর আগে শিবসেনার ঠিক এই প্রস্তাবেই বিজেপির সঙ্গে মত বিরোধ তুঙ্গে উঠেছে।
এনসিপির সঙ্গে জোট গড়তে হলে এনডিএ-র সঙ্গ ছাড়তে হবে – শিবসেনাকে এমনই প্রস্তাব দিয়েছেন শরদ পাওয়ার। শিবসেনা মন্ত্রীদের মোদীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হবে বলেও দাবি এনসিপির। এই নিয়ে বিস্তারিত আলোচনা করতে আজই শরদ পাওয়ারের সঙ্গে দেখা করার কথা শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের।
সূত্রের খবর, এনসিপিপি প্রধান শরদ পাওয়ার শিবসেনার কাছে প্রস্তাব রেখেছেন মহারাষ্ট্রে তাঁদের জোট সরকার গড়ার পর প্রথম আড়াই বছর শিবসেনার বিধায়করা সরকারের নেতৃত্বে থাকবেন। তার পরের আড়াই বছর নেতৃত্বের জায়গায় আসবে এনসিপির বিধায়করা।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন