দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : চলতি মাসের ২৮ তারিখ বিহারে প্রথম দফার ভোট। মোট তিন দফায় ভোট হবে ২৪৩ আসন বিশিষ্ট বিধানসভায়। ১০ নভেম্বর ভোটগণনা। টাইমস নাও সি ভোটার জনসমীক্ষা বলছে, ফের বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতিশ কুমার। কিন্তু কম আসনে প্রতিদ্বন্দ্বীতা করেও বেশি আসন জিতবে জেডিইউ-র জোট শরিক বিজেপি।
সমীক্ষা বলছে এনডিএ পাবে ১৬০ আসন। বিরোধী জোট পাবে ৭৬, এলজিপি পাবে ৫টি আসন ও অন্যান্যরা দুটি আসন পাবে। এনডিএ-র মধ্যে বিজেপি পাবে ৮৫, জেডিইউ ৭০ ও অন্যান্য ছোটো শরিকরা ৫ টি আসন। প্রসঙ্গত, জেডিইউ ১১৫টি ও বিজেপি ১১০টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করছে।
এই সমীক্ষা মোটের ওপর সঠিক হলে বিজেপির জয়ের স্ট্রাইক রেট অনেকটাই বেশি হবে। সেটি নিশ্চিত ভাবেই ভবিষ্যতের জন্য নীতিশ কুমারের ওপর চাপ বাড়াবে। বিজেপি যদিও বারবার বলেছে যে বিহারে এনডিএ-র নেতা নীতিশ কুমার। এই নিয়ে কোনও বিতর্ক নেই। কিন্তু ক্রমশই আসন সমঝোতায় নিজেদের গুরুত্ব বাড়িয়েছে গেরুয়া শিবির।