Thursday, March 13, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

‘নেতাজি রাজনৈতিক নেতা ছিলেন, তাঁকে নিয়ে রাজনীতি করবই’: দিলীপ

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নেতাজি রাজনৈতিক নেতা ছিলেন, তাঁকে নিয়ে রাজনীতি করবই, কারোর বাপের হিম্মত আছে তো আটকাক, রবিবার নদিয়া উত্তরের বিজেপি শিক্ষা সেলের সংগঠনের পক্ষ থেকে ধুবুলিয়া থানার হাঁসডাঙা এলাকায় একটি কার্যবাহী বৈঠকের আয়োজন এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়ালে শনিবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংঘাতের মাঝে ওই অনুষ্ঠানে এক মঞ্চে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাংলার মুখ্যমন্ত্রী মঞ্চে ওঠার পরই অনুষ্ঠানের তাল কাটে। কারণ, সেই সময় ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকে বেশ কয়েকজন। তাতে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। সরকারি অনুষ্ঠানে এ ধরনের কাজ অনভিপ্রেত। কাউকে আমন্ত্রণ করে অপমান করা উচিত নয় বলেও দাবি করে বক্তব্য রাখতে অস্বীকার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে আপাতত সরগরম রাজ্য রাজনীতি। তার পরিপ্রেক্ষিতেও বক্তব্য রাখেন দিলীপ।

তিনি বলেন, “জয় শ্রীরামকে যারা ভয় পায় তাদের রাজনীতি করা উচিত নয়। প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে আমাকে গো ব্যাক স্লোগান, কালো পতাকা দেখায় আমি তো কিছু বলি না। যে মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম বলার জন্য লোককে জেলে পাঠায়, পুলিশ দিয়ে মারধর করিয়েছে। গালি দিয়েছে। তাঁর তো এটাই পাওনা।” তবে নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব বিভিন্ন মহলের অনেকেই।

 

Leave a Reply

error: Content is protected !!