সাকিব হাসান, দৈনিক সমাচার, জয়নগর: জয়নগরে পালিত হল নেতাজির ১২৫তম জন্ম জয়ন্তী। পুন পূয়াতরুন সংঘ আয়োজিত এক অনুষ্ঠানে শনিবার দুপুরের প্রকাশ চন্দ্র মন্ডল নেতাজির মুর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন। এদিন অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন, বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত জয়নগর ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের অবজারভার এবং দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ শ্রী প্রকাশ চন্দ্র মন্ডল মহাশয়। এদিন অনুষ্ঠানে নেতাজীর জীবনী ও আদর্শ তুলে ধরেন প্রকাশ চন্দ্র মন্ডল।
Tags:netaji jayanti