Sunday, February 23, 2025
Latest Newsদেশফিচার নিউজ

বিহার ভোটে নতুন জোট! মায়াবতী ও উপেন্দ্র কুশওয়াহার দলকে নিয়ে জোট ওয়েসীর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিহারে আনুষ্ঠানিক ভাবে জোটের ঘোষণা করল উপেন্দ্র কুশওয়াহার দল আরএলএসপি, আসাদউদ্দিন ওয়েসীর এআইএমআইএম ও মায়াবতীর বিএসপি। জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হয়েছে উপেন্দ্র কুশওয়াহাকে।

বিহারে দলিতদের বড় অংশ গত ১৫ বছরে এনডিএ শাসনে ক্ষুব্ধ। এদিকে রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগও দলিতদের স্বার্থরক্ষায় সুর চড়াতে শুরু করেছেন। এরই মাঝে মাঠে নামলেন মায়াবতীও। ফলে বিহারে দলিত ভোট তিন ভাগে ভাগ হতে পারে। যার ফায়দা তুলতে চাইছে বিজেপি।

গত কয়েক বারের মতো এ বারও বিহারে প্রার্থী দিয়েছেন ওয়েসী। অনেকের মতে, আরজেডির মুসলিম ভোটে ভাগ বসাতেই বিহারের ভোটে নামছেন তিনি। সমীক্ষা বলছে, বিজেপি-বিরোধী মুসলিম ভোট যত ভাগ হবে, ততই সুবিধা পাবে নরেন্দ্র মোদীর দল।

বিহারের রাজনীতিতে গোড়ায় বন্ধুত্ব থাকলেও, এক দশক ধরে নীতীশের বিরোধিতায় সরব রয়েছেন নিম্নবর্গের নেতা উপেন্দ্র। মোদী সরকারের প্রথম পর্বে কেন্দ্রীয় মন্ত্রী থাকা কুশওয়াহা জোট ছাড়লেও বিজেপির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন।

ওয়েসী-মায়াবতী-কুশওয়াহাদের জোটের ফলে বিজেপি বিরোধী দলিত ভোটব্যাঙ্কে ভাঙন অবশম্ভ্যাবী হয়ে উঠতে চলেছে। হাথরসের ঘটনা তো রয়েইছে, এ ছাড়া মোদীর শাসনে দেশের বিভিন্ন প্রান্তে দলিতদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে।

 

Leave a Reply

error: Content is protected !!