নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, উত্তর ২৪ পরগনা: পিছিয়ে পড়া সমাজকে সামনে এগিয়ে নিয়ে যেতে অগ্ৰনী ভূমিকা পালন করে চলেছে মিশনগুলো। রাজ্যের এই শিক্ষাপ্রতিষ্ঠান গুলো থেকে প্রতিবছরই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে নজরকাড়া সাফল্য দেখতে পাওয়া যায়। যদিও এবছর করোনার জন্য পরীক্ষা হয়নি। কিন্তু তারপরেও বোর্ডের মূল্যায়নে এবছর উচ্চমাধ্যমিক ফলাফলে নজর কেড়েছে “নিউ হরাইজন একাডেমী” । বিজ্ঞান বিভাগে ২৫ জন শিক্ষার্থীর মধ্যে ১৫ জন ৪০০ – র বেশি নম্বর তুলে প্রতিষ্ঠানের ভাবমূর্তি অক্ষুন্ন রেখেছে । সর্বোচ্চ নম্বর ৪৪৪।
একাডেমির সম্পাদক নিজামুদ্দিন হােসাইনী বলেন, ‘কোভিড -১৯ ও লকডাউনের মধ্যেও সকল ছাত্রকে পরীক্ষার উপযুক্ত করে তৈরি করা হয়েছিল। পরীক্ষাহীন বিকল্প মেধা যাচাই মূল্যায়নকে মেনে নিতে হচ্ছে। তাসত্বেও প্রতিষ্ঠানের প্রথম শিক্ষাবর্ষে সকলের চমকপ্রদ রেজাল্টে একাডেমিক সেক্রেটারি হিসেবে আমি যথেষ্ট খুশি।’
প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট রাকিব ইসলাম বলেন, “এবারের করোনা আবহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি, পরীক্ষা হলে আমাদের ছেলেরা প্রত্যাশা মতাে অন্তত ৫ জন ৪৭০ -এর বেশি নম্বর পেতাে । নিউ হরাইজনের সার্বিক পরিকাঠামাে এবং উপযুক্ত শিক্ষার পরিবেশের জন্য আগামীতেও এমন সম্মানজনক ফল অপেক্ষা করছে। রেজাল্টের গড় অতি উচ্চমানের হওয়ায় অত্যন্ত খুশি একাডেমির প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক মন্ডলী, অশিক্ষক কর্মচারী বৃন্দ , অভিভাবক অভিভাবিকা থেকে এলাকাবাসী সকলে ।