Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

প্রতিদিন নতুন রেকর্ড! শনিবার ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে দাম। শনিবার ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। এই নিয়ে টানা ১২ দিন দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। এদিন কলকাতায় ফের ৩৭ পয়সা বেড়ে লিটার প্রতি পেট্রোলের দাম হল ৯১.৭৮ টাকা। অন্যদিকে ডিজেলের দাম লিটারপ্রতি বেড়ে হল ৮৪.৫৬ টাকা।

অন্যদিকে, রাজস্থান ও মধ্যপ্রদেশে সেঞ্চুরি পার করেছে পেট্রোলের দাম। দিল্লিতে ইতিমধ্যেই ৯০ টাকা পার করেছে পেট্রোল। শনিবার দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটারপ্রতি ৯০.৫৮ টাকা। রাজধানীতে ডিজেলের দাম লিটার প্রতি ৮০.৯৭ টাকা।

বাণিজ্য নগরীতেও ১০০ ছুঁইছুঁই পেট্রোল। চেন্নাইয়ে এদিন পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯২.৫৯ টাকা ও ৮৫.৯৮ টাকা। ধারাবাহিকভাবে দাম বাড়তে থাকলে সব রাজ্যেই সেঞ্চুরি পার করতে খুব একটা বেশি সময় লাগবে না। ১২ দিনে পেট্রোলের দাম বেড়েছে ৩ টাকা ৬৪ পয়সা, ডিজেলের দাম বেড়েছে ৪ টাকা ১৮ পয়সা।

 

Leave a Reply

error: Content is protected !!