দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বৃহস্পতিবার নবান্ন অভিযান করবে বিজেপি। অনেক দিন আগে থেকেই এই রাজনৈতিক কর্মসূচির কথা ঘোষণা করে রেখেছে বিজেপির যুব মোর্চা। এরই মাঝে কাল ও পরশু নবান্ন বন্ধ রাখার নোটিশ ঝুলিয়ে দিলেন নবান্নের কর্তারা।
নোটিশে বলা হয়েছে, কাল ও পরশু নবান্ন ডিপ ক্লিন ও স্যানিটাইজ করা হবে। তাই সব কর্মী ও অফিসাররা এই দু’দিন যেন নবান্ন চত্বরে না আসেন। এদিন নবান্নের তরফে স্যানিটাইজ করার জন্য সচিবালয় বন্ধের নোটিস জারি প্রসঙ্গে বিজেপি মুখপাত্র সায়ন্তন বসু বলেন, এর থেকেই প্রমাণিত হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ভয় পাচ্ছেন।
বিজেপির বক্তব্য, রাজ্যে গণতন্ত্র আইনশৃঙ্খলা কিচ্ছু নেই। সারা রাজ্য জুড়ে পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের ক্যাডারে পরিণত হয়েছে। তা ছাড়া বিজেপি কর্মীদের মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ গেরুয়া শিবিরের। এই সবের বিরুদ্ধেই রাজ্যের সচিবালয় অভিযানের ডাক দিয়েছিল গেরুয়া শিবির।