দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সঙ্ঘের আগামী পরিকল্পনা হল দুই সন্তান আইন! মোরাদাবাদ সফরে গিয়ে এমনই বার্তা দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সর সঙ্ঘচালক মোহন ভাগবত। বৃহস্পতিবার একটি সভার প্রশ্নোত্তর পর্বে স্বয়ংসেবকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে ভাগবত বলেন, সঙ্ঘের আগামী পরিকল্পনা হল দুই সন্তান আইন।
সর সঙ্ঘচালক বলেন, এটা সঙ্ঘের মত আর এই নিয়ে সিদ্ধান্ত সরকারের নিতে হবে। রামমন্দির ইস্যু নিয়ে ভাগবত বলেন, সঙ্ঘের ভূমিকা শুধুমাত্র ট্রাস্ট নির্মাণ করাতেই থাকবে। এরপর সঙ্ঘ নিজেদের এই ইস্যু থেকে আলাদা করে নেবে। এদিনের অনুষ্ঠানে সঙ্ঘের ক্ষেত্রীয় কার্যকারিণীর বাছাই করা ৪০ জন পদাধিকার উপস্থিত ছিলেন।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন