Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে গভীর সম্পর্ক, গ্রেফতার প্রাক্তন বিজেপি নেতা! করতেন অস্ত্র পাচার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের সঙ্গে গভীর সম্পর্ক রাখার অভিযোগে জম্মু কাশ্মীরের এক প্রাক্তন বিজেপি নেতাকে গ্রেফতার করল এনআইএ। জঙ্গিদের অস্ত্র সাপ্লাই করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ২০১৪ সালে শোপিয়ানের ওয়াচি থেকে বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচন লড়েছিলেন তিনি। শুধু তাই নয়, সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি সভায় একই মঞ্চে উপস্থিত ছিলেন তিনি।

জানুয়ারি মাসে হিজবুলের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে ধৃত পুলিশ অফিসার দাভিন্দর সিংকে জিজ্ঞাসাবাদ করেই তারিক আহমেদ মীর নামের ওই নেতাকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা। এই ঘটনার পরই নিজেদের দায় ঝেড়ে ফেলতে মাঠে নেমেছে বিজেপি। ২০১৮ সালে তারিক আহমেদ মীরকে দল থেকে বহিস্কার করা হয়েছে বলেও দাবি জানিয়েছেন জম্মু কাশ্মীর বিজেপি মুখপাত্র আলতাফ ঠাকুর।

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!