Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

এনআইএ এখন বিজেপির ‘পোষ্য সংস্থা’, গুরুতর অভিযোগ মেহবুবার

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: এনআইএ এখন বিজেপির ‘পোষ্য সংস্থা’, এমনটাই গুরুতর অভিযোগ করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি। বুধবার শ্রীনগরের ১০টি স্থানে তল্লাশি চালায় এনআইএ। তার মধ্যে রয়েছে ইংরেজি দৈনিক ‘গ্রেটার কাশ্মীরে’র দপ্তরও। সেই ঘটনাকে কেন্দ্র করেই এই মন্তব্য করলেন মেহবুবা।

মেহবুবা টুইটে লেখেন ‘‘দুঃখজনকভাবে বিজেপির পোষ্য সংস্থাতে পরিণত হয়েছে এনআইএ।’’ মানবাধিকার কর্মী খুরাম পারভেজ ও ‘গ্রেটার কাশ্মীরে’র দপ্তরে এনআইএ’র হানা প্রসঙ্গে তিনি লেখেন, মতপ্রকাশের স্বাধীনতা ও ভিন্নমতকে কীভাবে সরকার অবদমন করতে চাইছে, এটা তার অন্যতম উদাহরণ।

তাঁর অভিযোগ, ‘‘বিজেপির ‘অল ইজ ওয়েল’ হেঁয়ালিতে সবথেকে বড় ক্ষতি হয়েছে সত্যের। যে সাংবাদিকরা গোদি মিডিয়ার অংশ হতে চাইবেন না তাঁদেরই টার্গেট করা হবে।’’

 

Leave a Reply

error: Content is protected !!