Tuesday, December 3, 2024
Latest Newsফিচার নিউজবিনোদন

“নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে” – চলে গেলেন কফি হাউস গানের সেই মইদুল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। মান্না দে’র সেই সাড়াজাগানো গানের, মইদুল আজ আর নেই। ঢাকার এপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। উপমহাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় এই নামটি। কাগজের রিপোর্টার “মইদুল।” তাকে আর রিপোর্ট করতে হবেনা আজ সে নিজেই কাগজের শিরোনামে।

১৯৩৬ সালে ২৪ পরগণা জেলায় মইদুলের জন্ম। সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময় বন্ধুদের সাথে কফি হাউসে আড্ডা দিতেন। ১৯৬৪ সালে তিনি কলকাতা ছেড়ে ঢাকায় যান। তিনি দৈনিক আজাদ, দৈনিক ইত্তেফাক, সংবাদ, বাংলার বানী, ইনকিলাব পত্রিকায় সাংবাদিকতা করেছেন।

Leave a Reply

error: Content is protected !!