দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অবশেষে ফাঁসি হল নির্ভয়া-কাণ্ডের অপরাধীদের। নির্ধারিত সময় সাড়ে পাঁচটাতেই ফাঁসি হয়ে গেল নির্ভয়া কাণ্ডের চার অপরাধী পবন গুপ্ত, মুকেশ সিং, অক্ষয় ঠাকুর ও বিনয় শর্মার।
২০১২ সালের দিল্লির এক শীতের রাত। গণধর্ষিতা হন নির্ভয়া। নৃশংস সেই ধর্ষণ সারা দেশকে নাড়িয়ে দিয়ে গিয়েছিল। এমন নৃশংস গণধর্ষণ ছিন্নভিন্ন করে দিয়েছিল নির্ভয়ার শরীর। দোষী ৬। তার মধ্যে একজন নাবালক হওয়ায় ছাড়া পেয়ে যায় দ্রুত।
বাকি পাঁচ জনকে নিয়ে চলতে থাকে টানাপোড়েন। ২০১৩ সালে তিহাড় জেলেই মৃত্যু হয় এক রাম সিং-এর। আত্মহত্যা করে সে। সপ্রিম কোর্ট বাকিদের মৃত্যুদণ্ড দিলেও চলে দীর্ঘ টালবাহানা।
এদিনও ফাঁসির আগে শেষ মুহূর্তে মরণ-কামড়ের মতোই ফাঁসি রোখার তীব্র চেষ্টার কোনও কসুর করেননি অপরাধী পক্ষের আইনজীবী এপি সিং। ভোরে ফাঁসি হওয়ার কয়েক ঘণ্টা আগে থেকে, সারা রাত ধরে চলে টানটান উত্তেজনা। যদিও শেষরক্ষা হল না।
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps