দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসি পিছিয়ে গেল। ফাঁসি দেওয়া যাবে না ২২ জানুয়ারি। রায় দিল দিল্লি হাইকোর্ট। দোষীদের আরও অন্তত ১৪ দিন সময় দিতে হবে।
উল্লেখ্য, দিল্লির বিশেষ আদালত এক রায়ে বলেছিল ২২ জানুয়ারি ৪ দোষীর ফাঁসি দিতে হবে।
দিল্লি হাইকোর্টে দিল্লির নিম্ন আদালতের ওই মৃত্যু পরোয়ানার রায় চ্যালেঞ্জ করে মামলা দায়ের করে মুকেশ সিংহ। এদিন সেই মামলাতেই রায় জানাল দিল্লি হাইকোর্ট।
গত ৭ জানুয়ারি এই মামলার রায়ে বলা হয় ২২ জানুয়ারি নির্ভয়া কাণ্ডে ৪ দোষী অক্ষয় ঠাকুর সিং, মুকেশ সিং, পবন গুপ্তা এবং বিনয় শর্মাকে ফাঁসি হবে। ২২ জানুয়ারি সকাল ৭টায় ফাঁসির নির্দেশ দেয় পাতিয়ালা হাউস কোর্ট।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন