দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাথরসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বাধা পেয়েছেন বিরোধী শিবিরের রাজনীতিকরা। এ বার একই অভিজ্ঞতার মুখোমুখি হলেন আইনজীবী সীমা কুশওয়া। কিন্তু যোগীর রাজ্যের পুলিশ তাঁকে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে দেয়নি বলে অভিযোগ করেছেন সীমা।
পুলিশ তাঁর রাস্তা আটকায় বলে অভিযোগ। পরে থানায় গিয়ে অনুরোধ করলেও, নির্যাতিতার বাড়িতে যাওয়ার অনুমতি পাননি তিনি। ২০১২-র নির্ভয়া কাণ্ডে নির্যাতিতার পরিবারের আইনজীবী ছিলেন তিনি। হাথরস কাণ্ডে নির্যাতিতার পরিবারের হয়ে বিনা পারিশ্রমিকে আইনি লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।