Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে মুখ খুললেই শাস্তি, ঘোষণা নীতীশের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ফেসবুক বা টুইটার সহ সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে আপত্তিজনক বা মানহানিকর পোস্ট করলে তা এ বার থেকে শাস্তিযোগ্য সাইবার অপরাধ বলে গণ্য করা হবে বিহারে। এমন সিদ্ধান্ত নিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শুধুমাত্র সরকারের বিরুদ্ধেই নয়, সরকারি আধিকারিক বা কোনও মন্ত্রীর বিরুদ্ধে ওই ধরনের পোস্ট করলেও শাস্তির মুখে পড়তে হবে নেটাগরিকদের। বৃহস্পতিবার থেকে এ ধরনের ‘অপরাধী’-দের কড়া শাস্তি হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ।

নীতীশের নির্দেশ মেনে আইজি নায়ার হাসনেন রাজ্যের সব সচিবকে একটি চিঠি দিয়েছেন। ওই চিঠিতে তিনি লিখেছেন, ‘সরকার, সম্মাননীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং সরকারি আধিকারিকদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিজনক বা মানহানিকর মন্তব্য করছেন কয়েক জন ব্যক্তি এবং কিছু সংস্থা। এই সব পোস্ট আইনবিরোধী এবং সাইবার অপরাধ বলে গণ্য হবে’।

Leave a Reply

error: Content is protected !!