দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সমস্ত সি ভোটার সমীক্ষাকে মিথ্যে প্রমাণিত করে বিহার বিধানসভা নির্বাচনে সবাইকে চমক দিয়েছে এনডিএ জোট। ফের একবার সরকার গড়তে চলেছে তারা। ১৬ নভেম্বর সপ্তমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতীশ কুমার।
বুধবার রাতে জেডিইউয়ের কোর কমিটির বৈঠকে সরকার গঠন নিয়ে আলোচনা হয়। তবে মন্ত্রিসভা গঠন নিয়ে কোনও কথা হয়নি বলেই সূত্রের খবর।