দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আমফানের তাণ্ডবের স্মৃতি এখনও স্মৃতিতে শুধু টাটকা বললে ভুল হবে, বলা ভালো দগদগে ঘা হয়ে রয়েছে। ধুঁকছে জনজীবন। বিপর্যস্ত মানুষগুলো মাথা তুলে উঠে দাঁড়ানোর জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। আর এমন সময়ই হু হু করে ছড়িয়ে পড়ে, ফের ঘূর্ণিঝড় ‛নিসর্গ’ আসছে। আর সেটা নাকি আমফানের থেকেও ভয়ঙ্কর হতে পারে!
সেই পরিপ্রেক্ষিতেই এবার আসরে নামল আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের স্পষ্ট বক্তব্য, গুজবে কান দেবেন না। এখনই কোনও ঘূর্ণিঝড় আসছে না। আর ঘূর্ণিঝড় কবে আসবে, তা আগাম বলাও যায় না। স্পষ্ট জানাল আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের স্পষ্ট বক্তব্য, এর পুরোটাই ভিত্তিহীন, মিথ্যে। বিষয়টা সম্পূর্ণ অন্য।
আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে