Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মোদী সরকার ‛ধোয়া তুলসীপাতা’! রাফাল মামলায় তদন্তের দরকার নেই, জানাল সুপ্রিমকোর্ট

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাফাল চুক্তিতে কোনও অনিয়ম হয়নি, এ মর্মে গত বছরই রায় দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। আদালতের সেই রায় পুনর্বিবেচনা করে দেখার জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন, বিজেপিরই দুই বিক্ষুব্ধ নেতা যশবন্ত সিনহা ও অরুণ শৌরি। আজ এ ব্যাপারে মোদী সরকারকে ক্লিনচিট তথা ছাড়পত্র দিয়ে দিল সর্বোচ্চ আদালত। রাফাল চুক্তি নিয়ে সিবিআই তদন্তের দাবিও খারিজ করে দিয়েছে সুপ্রিমকোর্ট।

যশবন্ত সিনহা, অরুণ শৌরির সঙ্গে রায় পুনর্বিবেচনার আবেদন করেছিলেন আইনজীবী প্রশান্ত ভূষণ। মামলাকারীরা অভিযোগ করেন, ‘সিল করা খামে সই না করা একটি সরকারি নোটের উপর ভিত্তি করে’ ২০১৮ সালে ওই মামলার রায় দেওয়া হয়েছিল। ৩৬ টি রাফাল জেট কেনার ক্ষেত্রে যে কোনও অনিয়ম হয়নি বা তা সন্দেহের উর্ধ্বে সে ব্যাপারে নিশ্চিত হওয়া প্রয়োজন। সে জন্যই সুপ্রিমকোর্টের উচিত তা ফের খতিয়ে দেখা।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!