দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিশ্বব্যাপী করোনার দাপটে হজ করতে আন্তর্জাতিক তীর্থযাত্রীদের ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব সরকার। আর তাই এই বছর ভারতীয় মুসলমানরা হজ করতে সেদেশে যাবেন না। মঙ্গলবার এমনটাই জানালেন কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু বিষয়কমন্ত্রী মুখতার আব্বাস নকভি।
নকভি ট্যুইট করে জানিয়েছেন, করোনা মহামারীর মারাত্মক চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে এবং সাধারণ মানুষের শরীর, স্বাস্থ্য, মঙ্গলের বিষয়টি মাথায় রেখে সৌদি আরব সরকারের সিদ্ধান্তকে আমরা সম্মান করছি। ভারতও ঠিক করেছে এই বছর, মুসলমানরা হজ করতে এবার সৌদি আরব যাবেন না।