Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

‛এখানে মুসলিমদের চিকিৎসা হবে না’ – তেলেঙ্গানার হাসপাতালে পৌঁছল সাম্প্রদায়িক ভাইরাস

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লির নিজামুদ্দিন কাণ্ডের পর গোটা দেশ ঘুরে তেলেঙ্গানার একটি হাসপাতালে পৌঁছে গেল সাম্প্রদায়িক ভাইরাস। সেই হাসপাতালে মুসলিমদের চিকিৎসা হবে না বলে সাফ জানিয়ে দিল কর্তৃপক্ষ।

তেলেঙ্গানার করিমনগরের এক শিশু হাসপাতালে এক মহিলা চিকিৎসার প্রয়োজনে জরুরি ফোন করেন। ফোন ধরার পরে হাসপাতালের জনৈক কর্মী তাঁর ধর্মপরিচয় জানতে চান। সেই মহিলা নিজের ধর্ম পরিচয় দেওয়ার পরে তাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় মুসলমান রোগীদের এই হাসপাতালে চিকিৎসা করা হবেনা। স্বভাবতই স্তব্ধ এবং অসহায় হয়ে ওই মহিলা ফোন রেখে দেন।

টেলিফোনে কথোপকথনের সেই অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এই ভাইরাক হওয়া অডিও শুনে করিমনগরের ওই শিশু হাসপাতালের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন নেটিজেনরা।

 

অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।

আমাদের খবরাখবর ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ লাইক করে পাশে থাকুন

Leave a Reply

error: Content is protected !!