দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিধানসভা ভোটের দিন যত এগিয়ে আসছে ততই রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠছে। আক্রমণ পাল্টা আক্রমণ চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। এক দিকে যখন বিজেপিকে সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে তৃণমূল তখন আবার রাজ্যে থাকা বসাতে প্রস্তুত আসাদউদ্দিন ওয়েসীর দল মিম।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই নাম না করে ওয়েসীর দল মিম-কে নিশানা করেন। বলেন, বিজেপি মুসলিম ভোট ভাঙতে হায়দরাবাদ থেকে কোটি কোটি টাকা খরচ করে একটি পার্টিকে ডেকে আনছে! আজ ওয়েসীর জবাব, আসাদউদ্দিন ওয়েসীকে টাকা দিয়ে কেনার মতো কেউ এখনও জন্মায়নি। এরপরেই তিনি মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বা জাগির নয় বলেও মন্তব্য করেন। বলেন, ওনার অভিযোগ ভিত্তিহীন। উনি অস্থির হয়ে উঠেছেন। মমতা আগে নিজের ঘর সামলান, সেদিকে নজর দিন। ওনার দল ছেড়ে কতজন বিজেপিতে চলে যাচ্ছেন। বিহারের ভোটারদের, যাঁরা আমাদের ভোট দিয়েছেন, তাঁদের উনি অপমান করেছেন।