দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ‛দেশের এক জন মানুষও যেন অভুক্ত না থাকে।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে এমনই আর্জি জানালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। গরীবদের ৫ কেজি করে খাদ্যশস্য দেওয়ার যে কর্মসূচি নিয়েছে কেন্দ্র, তার প্রশংসা করে কিছু পরামর্শও দিয়েছেন সোনিয়া।
তাঁর প্রস্তাব, বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার মেয়াদ তিন মাস থেকে বাড়িয়ে ছ’মাস করা হোক। রাজনীতি দূরে সরিয়ে রেখে করোনা ভাইরাসের মোকাবিলায় এককাট্টা হয়েছে দেশ। ফের তার প্রমাণ দিলেন সোনিয়া। মোদীকে লেখা চিঠি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে সোনিয়া গান্ধীর প্রশংসা শুরু হয়েছে।
অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।
আমাদের খবরাখবর ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ লাইক করে পাশে থাকুন