দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : পুলিশের সামনেই বিষ খেলেন দলিত দম্পতি। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনা জেলায়। রামকুমার আহিরওয়ার ও সাবিত্রীদেবীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে দু’জনের অবস্থাই স্থিতিশীল।
সূত্রের খবর, সরকারি জমিকে দখলমুক্ত করতে গিয়েই ঘটে এই বিপত্তি। জবরদখল তুলতে এসেছিলেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অফিসাররা। সঙ্গে ছিল পুলিশ ও বুলডোজার। চাষের জমির ফসল লণ্ডভণ্ড করে দেওয়া হয় বুলডোজার দিয়ে।
২০১৮ সাল থেকে গুনা জেলায় ২০ বিঘা সরকারি জমিতে প্রকল্প গড়ে তোলার কাজ চলছে। তার একটি অংশে চাষ করতেন রামকুমার ও সাবিত্রী। পাশেই ছিল তাঁদের ছোট্ট একটি ঘর। তিন সন্তানও রয়েছে এই দলিত দম্পতির। বুধবার তাঁদের তুলতে সেখানে যান সরকারি আধিকারিক ও পুলিশকর্মীরা।
এরপর ঘর ভাঙতে এগোলে আটকানোর চেষ্টা করেন রামকুমার এবং সাবিত্রী। একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, তাঁদের উপর বেধড়ক লাঠিচার্জ করছে পুলিশ। এরপরই ঘরে গিয়ে কীটনাশক নিয়ে আসেন সাবিত্রী। একটি শিশি ধরিয়ে দেন স্বামীর হাতে একটি ছিল তাঁর হাতে। পুলিশের সামনেই কীটনাশক খেয়ে নেন তাঁরা।
আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে