কলকাতা, ২৭ আগস্ট: এখন থেকে কোনও সিভিক ভলান্টিয়ার তাঁর ব্যক্তিগত বাইকে ‘পুলিশ’ বা ‘কলকাতা পুলিশ’-এর লোগো বা এমব্লেম লাগাতে পারবেন না। কলকাতার জয়েন্ট সিপি (হেডকোয়ার্টার্স) বৃহস্পতিবার কলকাতা পুলিশের প্রত্যেক ডিসি, এসি, ওসি এবং আরও-দের এই নির্দেশ দিয়েছেন।
Tags:Civic Volunteer