Thursday, September 19, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

স্থাবর সম্পত্তি নেই, নেই গাড়ি, হাতে নগদ লাখ টাকারও কম, হলফনামায় জানালেন মমতা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নন্দীগ্রামের প্রার্থী হিসাবে বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে দেওয়া হলফনামায় তাঁর সম্পত্তির পরিমাণ জানা গিয়েছে। মমতার হাতে নগদ টাকার পরিমাণ এক লক্ষের কম। তাঁর নামে কোনও স্থাবর সম্পত্তি বা বাড়ি নেই। নেই কোনও গাড়িও।

হলফনামা বলছে, ২০১৯-২০ আর্থিক বছরে মমতার বার্ষিক আয় ছিল ১০ লক্ষ ৩৪ হাজার ৩৭০ টাকা। ২০১৮-১৯ আর্থিক বছরে তাঁর বার্ষিক আয় ছিল ২০ লক্ষ ৭১ হাজার ১০ টাকা। বর্তমানে মমতার হাতে নগদ রয়েছে ৬৯ হাজার ২৫৫ টাকা। কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ন্যাশনাল সেভিং সার্টিফিকেট ধরে তাঁর অস্থাবর সম্পত্তি রয়েছে ১৬ লক্ষ ৭২ হাজার ৩৫২ টাকা ৭১ পয়সা। ওই অস্থাবর সম্পত্তির মধ্যেই রয়েছে কিছু অলঙ্কার, যার পরিমাণ ৯ গ্রাম ৭৫০ মিলিগ্রাম।

তাঁর নামে কোনও গাড়িও নেই। নেই চাষযোগ্য জমি অথবা বাণিজ্যিক ভাবে ব্যবহারের জন্য কোনও স্থান। পৈতৃক সূত্রে তিনি কোনও সম্পত্তির অধিকারীও নন। ব্যাঙ্ক বা অন্য কোনও প্রতিষ্ঠানে তাঁর ঋণের বোঝাও নেই। আয়কর, পণ্য পরিষেবা কর (জিএসটি), পুরসভার সম্পত্তি কর বাবদ কোনও বকেয়াও নেই তাঁর। তাঁর নামে কোনও স্থাবর সম্পত্তিও নেই। পাশাপাশি নেই কোনও স্বোপার্জিত সম্পত্তিও।

Leave a Reply

error: Content is protected !!