দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। এই তাঁর শেষ নির্বাচন, এমন মন্তব্য কখনও করেননি তিনি। অদূর ভবিষ্যতে রাজনীতি থেকে অবসর নেওয়ার কোনও পরিকল্পনাও নেই তাঁর। বিহারের বিধানসভা ভোট শেষ হতেই নব্বই ডিগ্রি ঘুরে জানিয়ে দিলেন নীতীশ কুমার।
নির্বাচনের প্রচার চলাকালীন নীতীশ বলেছিলেন, ‘‘আজ নির্বাচনের শেষ দিন। এটাই আমার শেষ নির্বাচন। শেষ ভাল তো সব ভাল।’’ ভোট শেষ হতেই এবার তিনি বললেন, ‘‘এক বারও বলিনি অবসর নেব। প্রত্যেক নির্বাচনের আগে শেষ যে প্রচারসভায় যাই, বরাবর সেখানে একটাই কথা বলি, শেষ ভাল তো সব ভাল। আমার বক্তৃতা ভাল করে শুনলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।