দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইনে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না, সাফ জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। যদিও এই আইন কতটা বৈধ, তা খতিয়ে দেখবে আদালত। আদালত জানিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২২ জানুয়ারি।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
নয়া নাগরিকত্ব সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে ৬০টি মামলা দায়ের হয়েছিল সুপ্রিমকোর্টে। বুধবার সেই মামলাগুলির শুনানি শেষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএস বোবদের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল, এই আইনে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন