দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা আতঙ্কের জন্য দেশজুড়ে চলছে লকডাউন, তার মাঝেই সর্বধর্ম সমন্বয়ের চিত্র দেখতে পাওয়া গেল মধ্যপ্রদেশের ইন্দোরে। রাস্তায় গাড়ি পাননি, তাই মায়ের শেষকৃত্য কীভাবে করবেন বুঝতে পারছিলেন ছেলে। তখনই এগিয়ে এলেন একদল মুসলিম যুবক। তাঁরা কাঁধে তুলে নিলেন খাট। সেই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
দীর্ঘদিন রোগভোগের পর যখন ৬৫ বছর বয়সের ওই মহিলার মৃত্যুর হয়, তখন শেষকৃত্য করার লোক ছিল না। পরিবারের লোকও করোনা আতঙ্কে এড়িয়ে যাচ্ছিলেন। আসেননি কেউ। সেই সময়েই করোনা সতর্কতা বজায় রেখে, মাস্ক পরে শেষকৃত্যের আয়োজন করলেন একদল মুসলিম যুবক। নিজেদের কাঁধেই হিন্দু মহিলার মৃতদেহ নিয়ে হেঁটে গেলেন প্রায় ২.৫ কিলোমিটার রাস্তা।
Rustam
এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান .
.
…