নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, হাওড়া : করোনা উদ্ভূত পরিস্থিতিতে দেশজুড়ে চলছে লকডাউন। কাজ হারিয়ে খাদ্য সংকটে ভুগছে মানুষ। তারই মাঝে মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাস শুরু হয়েছে। রমজানের রোজা করে খাবার কোথায় মিলবে? এই চিন্তায় মাথায় হাত পড়েছে অসহায়-অভাবী মানুষদের।
এহেন পরিস্থিতিতে এগিয়ে এল জামাআতে ইসলামী হিন্দ হীরাপুর শাখা ও তাঁদের ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার (এসআইও) হীরাপুর ইউনিট। শনিবার ছিল প্রথম রোজা, এদিন সকাল থেকেই মহা তৎপরতা নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়েন সামসুল, মকসুদ, জিয়াউল, আফ্রিদি, সফিয়ার, হামিমের মতো কিছু তরুণ যুবক। খাবারের প্যাকেট বানিয়ে দুপুরের মধ্যেই অসহায়, গরীবদের বাড়ি বাড়ি পৌঁছে দেন তাঁরা।
জামাআতে ইসলামী হিন্দ হীরাপুর শাখার দায়িত্বশীল সাইফুল্লাহ সারেং বলেন, ‛শুধু করোনা উদ্ভূত পরিস্থিতি বা লকডাউনকে মাথায় রেখে আমরা এই ত্রাণের কাজ করিনি। আমরা জামাআতের পক্ষ থেকে প্রতি বছরই গরীবদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিই। আজও সমাজে এমন মানুষ আছেন, যাঁরা কারও কাছে হাত পাততে পারেন না। আমরা সেসব মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়ে আসি।’
এদিন প্রায় ৬০-এর অধিক গরীব অসহায় পরিবারের হাতে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। এক একটি প্যাকেটে চাল, ডাল, আলু, পিঁয়াজ, তেল, মুড়ি, খেজুর, ছোলা, চিনি, আদা ইত্যাদি ভরে দেওয়া হয়েছিল। এদিন জামাআত ও এসআইও’র কর্মীরা যথেষ্ট তৎপরতা দেখিয়ে মানবিক এই কাজ সম্পন্ন করেন।
Support Free & Independent Journalism