Thursday, September 19, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

চালু হল নোয়া পাড়া – দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রায় দশ বছরের প্রতিরক্ষা অবসান। যাত্রা শুরু হল নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত নতুন এই মেট্রোপথ ৪.১ কিলোমিটার দীর্ঘ। প্রায় সাড়ে চারশো কোটি টাকা ব্যয়ে এই নতুন প্রকল্পের কাজ শুরু হয়েছে। গতকালই দক্ষিণেশ্বরে মেট্রোপথের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আজ থেকে দুই কালীতীর্থ এক মেট্রোয় ভ্রমণের সুযোগ পাবে শহরবাসী। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দিনে ১৫৮ টি ট্রেন চলবে। স্টেশন বাড়লেও বাড়ছে না ভাড়া।এই মুহূর্তে কবি সুভাষ এবং দমদমের মধ্যে সারাদিনে ২৪৪ টি ট্রেন চলে। তার মধ্যে ১৫৮ টি ট্রেন কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে চালানোর চিন্তাভাবনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের। দক্ষিণেশ্বর থেকে বরানগর যেতে লাগবে ৫ টাকা ভাড়া। পরের স্টেশন অর্থাৎ নোয়াপাড়া যেতে খরচ করতে হবে ১০ টাকা। দমদম এবং বেলগাছিয়ায় যাওয়া যাবে ১৫ টাকায়। এরপর দক্ষিণেশ্বর থেকে যতীন দাস পার্ক পর্যন্ত সব স্টেশনের জন্য ২০ টাকা করে ভাড়া দিতে হবে। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ভাড়া ২৫ টাকা।

 

 

Leave a Reply

error: Content is protected !!