দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপি নেতাদের আক্রমণের মাঝেই নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী। নোবেল পুরস্কার পাওয়ার পর ভারতীয় অর্থনীতি নিয়ে সমালোচনার সুর শোনা গিয়েছিল অভিজিতের কণ্ঠে। শুধু তাই নয়, এক সাক্ষাৎকারে অভিজিৎ জানান, ‛যোগ্য জনপ্রিয় নেতা না থাকায় ভোটাররা মোদীকে ভোট দিয়েছেন।’ কিন্তু মোদীর সঙ্গে সাক্ষাতের পরেই সুর বদলে গিয়েছে নোবেলজয়ীর।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মোদী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‛ভারত নিয়ে প্রধানমন্ত্রীর ভাবনা এক্কেবারে অনন্য।’ মোদীর সঙ্গে সাক্ষাতের সময় বারবার নিচু তলার মানুষ ও তাঁদের উন্নয়নের প্রসঙ্গ যে উঠে আসে, তা জানাতে ভোলেননি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় এদিন উঠে এসেছে প্রধানমন্ত্রীর ভাবনা চিন্তায় সরকারের কাজ সম্পর্কীয় নানা কথা।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন