দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বরাবরই বিতর্কের শীর্ষে থাকে ফ্রান্সের কার্টুন পত্রিকা শার্লি হেবদো। এবার ভারতের করোনা পরিস্থিতি নিয়ে হিন্দুত্ববাদকে খোঁচা দিয়ে ফের বির্তকের সৃষ্টি করেছে এই পত্রিকা।
ভারতের করোনা পরিস্থিতিতে অক্সিজেনের হাহাকারের কার্টুন এঁকে তাতে হিন্দুত্বকে খোঁচা দিয়ে শার্লি হেবদো লিখেছে, “ভারতে ৩৩ কোটি ভগবান রয়েছে, কিন্তু তাদের মধ্য থেকে দেশের জন্য একজনও অক্সিজেন তৈরি করতে পারেনা ”
উল্লেখ্য, এর আগে এই পত্রিকা নবী মহম্মদ (সাঃ) এর কাল্পনিক কার্টুন এঁকে ব্যঙ্গ করেছিল। এর জন্য বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ দেখিয়েছিল মুসলিমরা। কিন্তু সেই সময় ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীরা এবং বিজেপি-আরএসএস শার্লি হেবদোকেই সমর্থন জানিয়েছিল। কিন্তু এবার খোদ হিন্দু দেব-দেবিকে ব্যঙ্গ করল এই পত্রিকা। এখন দেখার বিষয় উগ্র হিন্দুত্ববাদীরা এবং বিজেপি-আরএসএস শার্লি হেবদোকে কি বলে?