দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: জুনে হচ্ছে না মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, নতুন পরীক্ষাসূচি পরে জানাবে শিক্ষা দফতর। শনিবার জানালেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। শনিবার নবান্নে তিনি বলেন,‘‘ মে মাসে পরীক্ষা নেই। পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত শিক্ষা দফতর আলাদা করে জানিয়ে দেবে।’’
নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১ জুন থেকে মাধ্যমিক এবং ১৫ জুন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অতিমারির চোখরাঙানিতে দু’টি পরীক্ষা নিয়েই তৈরি হল অনিশ্চয়তা।
শনিবার থেকে ৩০ মে পর্যন্ত কার্যত লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। ১৫ দিনের জন্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতরগুলি ছাড়া, সব সরকারি, বেসরকারি দফতর বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে।