দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই, চিন্তিত গণতন্ত্র নিয়ে, বুথ থেকে বেরিয়ে এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোটের সকাল থেকেই বয়ালে বিজেপির বিরুদ্ধে ছাপ্পাভোটের অভিযোগ উঠছিল। এদিন মমতা বলেন, ‘৮০ শতাংশ ছাপ্পা ভোট হয়েছে। এখানকার মানুষকে ভোট দিতে দেয়নি। সকাল থেকে নির্বাচন কমিশনের কাছে ৬৩ টি অভিযোগ জমা পড়েছে। একটাও পদক্ষেপ করা হয়নি। আদালতে যাব আমরা। আইনি পদক্ষেপ করা হবে।’
মমতা আরও বলেন, কয়েকটা জায়গায় আমাদের কাছে অভিযোগ আসছিল যে ভোট দিতে দেওয়া হচ্ছে না। ইনি যেখানে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন, তিনি তাণ্ডব চালাচ্ছেন। আবু সুফিয়ানের বাড়িতেও তাণ্ডব চালানো হয়েছে। কমিশনে ৬৩ টি অভিযোগ জমা করেছি। আমি নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই। আমি চিন্তিত গণতন্ত্র নিয়ে। আমি নন্দীগ্রামে জিতবই। ভোট দিতে দেওয়া হয়নি। এখানে ভোটটা চিটিংবাজি হয়েছে। বয়ালে আগে থেকেই গন্ডগোল হয়েছে।