দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হোয়াটসঅ্যাপ থেকে তথ্য ফাঁস হওয়ার ঘটনায় যখন গোটা দেশ তোলপাড়, ঠিক তখনই মোদী সরকারকে কাঠগড়ায় তুলল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। হোয়াটস্অ্যাপ কর্তৃপক্ষ দাবি করেছে, গোপন নথি ফাঁস হচ্ছে, তা গত মে মাসেই জানানো হয়েছিল ভারতকে। পাশাপাশি মে মাস থেকেই এই হ্যাকিং নিয়ন্ত্রণের কাজও শুরু হয়েছে বলে জানিয়েছে তারা।
কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছিল ভয়ঙ্কর তথ্য। আমেরিকার একাধিক বন্ধুদেশ-সহ অন্তত ২০টি দেশের বহু উচ্চপদস্থ কর্মকর্তা, নেতা, মন্ত্রী, আমলা, সাংবাদিক—হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের শিকার হয়েছেন বলে জানা গিয়েছিল। তালিকায় ছিল ভারতের নামও। এরপর পুরো ঘটনার বিবরণ চেয়ে চলতি সপ্তাহেই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে নোটিস পাঠায় মোদী সরকার।
কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ট্যুইট করে বলেন, ‛ভারতীয়দের হোয়াটসঅ্যাপের গোপনীয়তা রক্ষার জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা আগামী তিন দিনের মধ্যে জানাতে হবে কর্তৃপক্ষকে।’ এরপরেই জবাব দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তারা জানিয়েছে চলতি বছর মে মাসেই এ বিষয়ে জানানো হয়েছিল ভারতকে। এরপরই প্রশ্ন ওঠা শুরু হয়েছে, তবে কি সব জেনেও চুপ ছিল মোদী সরকার?
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন