দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এক মুসলিম মহিলার করা মামলায় উত্তরাখণ্ড হাইকোর্টের রায় খারিজ করল সুপ্রিমকোর্ট। ২০১৯ সালের মুসলিম মহিলা আইন অনুযায়ী তিন তালাক শাস্তিযোগ্য অপরাধ। ওই আইনের ভিত্তিতে বিচারপতিরা সাফ জানালেন, তিন তালাক এখন শাস্তিযোগ্য অপরাধ।
উল্লেখ্য, মহিলা স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা তৎসহ তিন তালাক দেওয়ার অভিযোগ এনেছিলেন। মহিলার অভিযোগের ভিত্তিতে হাই কোর্টকে বিচার প্রক্রিয়া চালানোর নির্দেশ দিল শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টে মামলাকারী মহিলা অভিযোগ করেন, তিনি গার্হস্থ্য হিংসার শিকার হয়েছেন। স্বামী অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তাঁর উপর শারীরিক নির্যাতনের পর তিন বার ‘তালাক’ শব্দ উচ্চারণ করে বিবাহ বাতিলের চেষ্টা করেছেন। যদিও উত্তরাখণ্ড হাই কোর্ট মহিলার দায়ের করা মামলা খারিজ করে দিয়েছিল। এর পরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন ওই মহিলা।