Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

‛হয় ঘুষ দাও, নয় এনআরসি-তে সন্দেহভাজন হয়ে থাকো’ – হিন্দুদেরকেও ভয় দেখানো হবে

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এনআরসিতে শুধু মুসলিমদের না, হিন্দুদেরও যথেষ্ট উদ্বেগের কারণ আছে। বিশ্লেষকরা এনআরসি প্রক্রিয়া পর্যালোচনা করে এমন আশঙ্কার কথা তুলে ধরেছেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরের ‛বাবু সংস্কৃতি’ আবারও ভয়ানক রূপ নেবে বলেও আশঙ্কা করা হচ্ছে। এছাড়া দুর্নীতি ও আম আদমির হেনস্থা তো বাড়বেই। ‛হয় ঘুষ দাও, নয় এনআরসি-তে সন্দেহভাজন হয়ে থাকো।’ হিন্দু হোক বা মুসলিম, যে কোনও নাগরিককে এমন অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতেই হবে।

উপরোক্ত সব দাবি সাম্প্রতিককালে করেছেন বিশ্লেষকরা। এ বিষয়ে বিজেপি-পন্থী এক বুদ্ধিজীবীর ট্যুইট ঘিরেও জোর জল্পনা শুরু হয়েছে। তিনি ট্যুইটে লেখেন, ‛আমরা সবাই নীচুতলার দুর্নীতিগ্রস্থ অফিসারদের দ্বারা হয়রান হবো। ওরা ঘুষ চাইবে, আপনাকে হুমকি দেবে, আপনাকে তালিকার বাইরেও করে দিতে পারে। এই যে মানসিক অত্যাচার এর কোনও ক্ষতিপূরণ নেই।’ বিশেষজ্ঞদের পর্যালোচনা বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে, ডিটেনশন ক্যাম্পের চেয়ে তালিকায় নাম রাখাটা বেশি উদ্বেগের।

এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাহিত্যিক চেতন ভগতও। তিনি টাইমস অফ ইন্ডিয়াতে লিখেছেন, এনআরসি রূপায়ণের ক্ষমতা পাচ্ছেন সরকারি বাবুরা। এই ক্ষমতা ওদের আলাদা উদ্দীপনা দেবে। এবং সেখানে আসবে ঘুষের টাকা নিয়ে দরদাম। তাই সেক্ষেত্রে মুসলিমদের পাশাপাশি হিন্দুরাও ভুক্তভুগী হবেন। ‛প্রাপ্য’ না মেটালে হয়রানির শিকারও তাঁরা হতে পারেন। যেমনটা বলেছেন চেতন ভগত। বছর কেটে যাবে আপনার এটা প্রমাণ করতে, এদেশেই আপনি জন্মগ্রহণ করেছেন।

 

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!