Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

সরকারি ওয়েবসাইট থেকে ‛গায়েব’ এনআরসির তথ্য! যান্ত্রিক ত্রুটি নাকি কোনও ষড়যন্ত্র?

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : যে এনআরসি নিয়ে গোটা দেশ এখন উত্তাল এবং যে এনআরসি অসমের জনগণের ঘুম কেড়ে নিয়েছিল, সেই এনআরসির মূল্যবান তথ্যই গায়েব সরকারি ওয়েবসাইট থেকে! এনআরসির-র জন্য সরকারি ওয়েবসাইটে মোট দুটি লিংক দেওয়া হয়েছিল।

প্রথম লিংকটি হল –

RESULT FOR ALL NRC APPLICANTS AS PER DRAFT NRC & SUPPLEMENTARY LIST OF INCLUSION AND EXCLUSION (FINAL NRC) LINK 1

এবং দ্বিতীয় লিংকটি হল –

RESULT FOR ALL NRC APPLICANTS AS PER DRAFT NRC & SUPPLEMENTARY LIST OF INCLUSION AND EXCLUSION (FINAL NRC) LINK 2

আশ্চর্যজনকভাবে এখন সরকারি ওয়েবসাইটে গিয়ে ক্লিক করলেও দু’টির একটিও লিংক খুলছে না। এমনকি অন্য কোন৯ লিংকেও Redirect-ও করছে না। যদিও চাঞ্চল্যকর এই ঘটনাটিকে কৰ্তৃপক্ষ ফাঁকিবাজি মন্তব্য করে অত্যন্ত সহজভাবে এড়িয়ে গিয়েছে।

কৰ্তৃপক্ষের মতে, ডাটা রাখা Server-এর Cloud Storage Period শেষ হয়ে গেছে বলেই নাকি ওয়েবসাইট খুলছে না। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির ফলেই এনআরসি তালিকা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এই সমস্যা সমাধানের কাজ করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তা ঠিক করা হবে।

উল্লেখ্য, গত বছরের ৩১ আগস্ট অসমে নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশ পেয়েছিল। চূড়ান্ত এনআরসিতে ৩,১১,২১,০০৪ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছিল। এর বিপরীতে তালিকা থেকে মোট ১৯,০৬,৬৭৭ জনের নাম বাদ পড়েছিল। সুপ্রিমকোর্টের নির্দেশে এই তথ্যগুলো গত বছর অক্টোবর মাস থেকে অনলাইনে উপলব্ধ ছিল।

 

সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!