দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এনআরসি ইস্যু শুধু মুসলিমদের ইস্যু নয় বলে মন্তব্য করেছেন ওয়েলফেয়ার পার্টির সর্বভারতীয় সভাপতি ড. এস কিউ আর ইলিয়াস। তাঁর কথায়, ‛এটা ভারতীয় সমস্যা ও আন্তর্জাতিক সমস্যা।’ দিল্লির কনস্টিটিউশন ক্লাব হল-এ ‘ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া’র এনআরসি বিষয়ক কনভেনশনে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন।
এদিন ড. ইলিয়াস বলেন, ‛রাজনৈতিক স্বার্থে দলিত, সংখ্যালঘু ও অশিক্ষিত মানুষদের ভয় দেখানোর জন্য এনআরসি করার কথা বলা হচ্ছে। আইনি দিক দিয়ে গোটা পদ্ধতি ভারতীয় সংবিধান বিরোধী। সেজন্য এই বিষয়ে সমস্ত জাতি, ধর্ম, ভাষার মানুষকে একসঙ্গে লড়াই করতে হবে।’ এদিনের কনভেনশনে ইঞ্জিনিয়ার মুহাম্মাদ সেলিম, অসমের বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, দিল্লি ইউনিভার্সিটির অধ্যাপক অপূর্বানন্দ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন